#
বারবার ভাবিকে ফোন করে বলা।কিন্তু একই অবস্থা বন্ধ হয়ে গেছে।এভাবে আবার দুই দিন ভাবীর ফোন বন্ধ হয়ে গেছে।বাসার সাথে যোগাযোগ কি তাহলে বন্ধ হয়ে যাবে।????
কিন্তু আমি কেন? এই কয়দিন ভাবির নম্বর বন্ধই পেয়ে যাবেন। আজমির আব্বু আমার সামনে আসবে। তিনি আমাকে বলেছেন ওনার অফিসে চাকরীটি এখানে লেখা লেখা, শাপাশি অফিস করতে।কথাটা সুনে বলতে খুব না আমি।কিন্তু ভাবির মোবাইল কি হতে পারে।
রাতের খাবারের পর ভাবির নম্বরে আবার, কলরিং হচ্ছে, আমি উত্তম হয়ে উঠছি।
-- হালো আসসালামু আলাইকুম। (ভাবি)
-- ভাবি আকি আসিফ, কেমন আছো। তোমাকে ফোন পাই না কেন মোবাইল বন্ধ দেখায়।
-- আসিফ,,, আমি ভালো নেই? (ভাবি অজোরয় কান্না করতে শুরু করে)
-- কেন ভাবি কি হইছে আমাকে বলো?(
-- চাপা আমাকে কিছু না বলে কথা?(কান্না সুরে)
-- কি কথা, আর মোবাইল বন্ধ ছিল কেন?(আমি)
-- তোমার সাথে অইদিন কথা বলার পর তোমার ভাইয়া সুনে আমি তোমার সাথে কথা বলছি।
-- আমার সাথে কথা বললে তুমি পতিতা হয়ে গেল?
-- বলে তোমার মত ধর্ষক যে তার চাচাতো বোনকেও না তার সাথে কোন ভালো মানুষ বলতে পারে না, আমার চরিত্র খারাপ তারাই এই ছেলেটির সাথে কথা বলে তোমার সাথে সম্পর্ক আছে বাসার ডেকে বলতে। (ভাবির কান্না আর অপবাদে আমার ও কান্না আগামী)
ভালো লাগলে ভুল করতে গিয়ে ফেললাম না?
-- তার পর কি করা?(আমি)
-- তার পর আমাকে বাসার নাগরিক করমের কথা বলতে থাকে, মিথিলাও? দাড়ালাম আজ)
-- মিথিলাও কথা সুনাইছে?
--মম এই কথা সুনারের পরে তোমার ভাইয়ার তাল আমাকে বাসা থেকে বের করে দেয়।এখানে আমি এখন আমার কথা বলেছি।
আমি কিছু বলতে চাই না।শুধু কান্না।
-- আসিফ কান্না করছো কেন?(ভাবি)
-- ভাবি আমাকে মাফ করে দিন প্লিজ, আমার জন্য তোমার দেশের ভেংগে, পথ।(কান্না করছিলাম)
-- আসিফ,,, এইসব নিয়ে ভেবো না,,তুমি ভালো আছো ত?(ভাবি)
-- না ভাবি,,তোমার কথা মনে হচ্ছে এখন আমার ভিডিওটা দেখাই কিন্তু আমার কাছে এখন ভিডিওটা নাই?(কান্না সুরে)
-- আসিফ আমাকে চিন্তা কর না,,আম্মু পরবর্তীতে নিয়ে আমি ফোন দিব(ভাবি ফোনটা দিলাম)
ভাবির জিবনে আমি কাল হয়ে উঠলাম?
ভাবির জিবন সুন্দর আর মিথিলাকে শাস্তি দিতে ভিডিওটা আমারই মোবাইলের সাথে হারিয়ে গেছে। তাহলে কি আমাদের দোষিতা না নির্বিশেষে নির্জিব অপবাদ নিয়ে উঠবে। আমার কথা।
আমি কান্না করছি রুমে শান্তি।
আমি সব কিছু। আমার কথা সুনে ও দিইদের বিরুদ্ধে কোন পানি।
ওরা আমার অপরাধী মনে করছে, তাদের ছেলেকে বাচাতে গিয়ে মোবাইল ভেঙ্গে যায়। আমি তাদের বলি এটা আমার ভাগ্য মাত্র
ভাবি ভাবিও আমার কাছে ভিডিওটা এখন নেই।
কিন্তু আজ নিজেকে বড় মনে হচ্ছে না। একটি পরিবারের ধংশের কারণ হচ্ছে।থিলাকে সম্মান নিয়ে বাচাতে, কষ্ট মিথিলা মনে আজ মিথিলা কথা সুনায়। মিথিলাদের সব কিছু ঠিকঠাক আছে।শুধু আমাদের পরিবারকে কষ্টের ঝড়।
উত্তরে হাটতে ছাদে প্রথম প্রথম, আজ কষ্ট করে দেখতে ছাদে আসলাম। রুমের ভিতর কষ্টগুলো বের হচ্ছে না।
কিছু না বলে জানাই,।
ছাদে গিয়ে অইদিনের মেয়েটা? আমাকে বিষয়ই
__কেমন আছেন?<মেয়েটা)
-- আলহামদুলিল্লাহ আপনি?(আমি)
-- ভালো,,, তোমার সাথে একটা কথা ছিল? (মেয়েটা)
ভালে ভয় পেয়েছে।
-- কি কথা?(আমি ভয়ে)
--রিমি আপনাকে ভালোবাসে কিন্তু বলতে পারছে না আমাকে জানাতে?
-- আমি আসলে মজা করতে মুডেন নাই?(মন খারাপ করে)
-- বিশ্বাস হচ্ছে না, এই তা রিমি আগামী?
রিমি আমার কাছে আসলো।আর মেয়েটারই বকতে লাগলো,
-- এই আপনি কি কিছু বুজেন না একা একাই ছাদে দেখতে দেখতে আমাকে বলতে বলতে আসতাম।(রিমি রাগ নিয়ে)
আমি কিছু বলতে না শুধু। রিমি কি সত্যি আমাকে ভালোবাসে।
-- কিহা কথা বলে না কেন?(রিমি)
-- শব্দ শব্দ করতে চাইনি তাই দেখতে দেখতে (আমি)
-- লেখারমান একটা দিমু ধইরা।(রিমি)
-- রাখ,,রাখ মার পিট পরে করিছ আগে ত প্রপোজ কর?(মেয়েটা রিমিকে পরামর্শ)
-- কি বলিস এইসব!(মুখ চেপে তো রিমি)
-- আমি সব বলে দিছি দুলাভাই বিশ্বাস করছে না।তুই নিজের লাল বলে?(মেটার কথা সুনে রিমির মুখ হয়ে গেছে)
-- আসিফ, আমি তোমাকে ভালোবাসি।
রিমির কথা সুনে যেমন পাকিস্তানি হয়েছি চিন্তায় পরেছি।
কিন্তু আমি ভাবছি অন্য কথা। রিমির সাথে রিলেশনে আমাকে ঠিক করতে হবে????
চার,,,
গল্পের গুরুত্বপুর্ন জায়গায় অবস্থান করছি শেষ পর্যন্ত।
আকাশের উচ্চ মূল্য পাঠ দিব
আর গল্পটা জানাবেন?