বাংলা সিরিয়াল জগতের শিশুশিল্পীদের মধ্যে একজন জনপ্রিয় মুখ হল অভিনেত্রী অয়ন্যা চ্যাটার্জী। যাকে এই মুহূর্তে নিয়মিত ‘কমলা শ্রীমান ও পৃথ্বীরাজ’ ধারাবাহিকে। কমলা চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসা পাচ্ছে অয়ন্যা।
ছোট বয়সেই পেয়েছেন বিপুল জনপ্রিয়তা। নিজের অভিনয়ের মাধ্যমেই বরাবর দর্শকের মন জয় করেছে। ‘করুণাময়ী রানী রাসমণি’, ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’ র মতো ধারাবাহিকে অভিনয় করেছে। পাশাপাশি বড়পর্দায়ও কাজ করছে। সবমিলিয়ে অল্প বয়সেই উচ্চতার শিখরে পৌঁছেছে অয়ন্যা।নিজের প্রতিভাগুণে জনপ্রিয়তা পাওয়ার পরই এবার নতুন অধ্যায়ে পা রাখল অভিনেত্রী। সদ্য নিজের গাড়ি কিনেছেন। এদিন মেয়ের সাফল্যে উপস্থিত ছিল মা। তার এই সাফল্যের ছোটপর্দার কমলাকে অভিনন্দন জানিয়েছেন ছোটপর্দার দর্শকেরা।